সুনামগঞ্জের তাহিরপুরে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন প্রথম স্ত্রী। খবর পেয়ে অভিযুক্ত ওই স্ত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত স্বামী আজিজুল ইসলাম (২৭) কামরাবন্দ গ্রামের শুকুর আলীর ছেলে। আর আটককৃত স্ত্রীর হলেন- জহুরা বেগম (২৪)।
জানা যায়, আজিজুল ও জহুরা প্রেম করে বিয়ে করেন। পরে মনোমালিন্য দেখা দিলে তারা পৃথকভাবে বসবাস করা শুরু করেন। এনিয়ে আদালতে মামলা চলছে। পরে দ্বিতীয় বিয়ে করে আজিজুল। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ ছিল ও কথাবার্তা হত।
সোমবার রাতে বাবার বাড়িতে ডেকে নিয়ে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টা করেন প্রথম স্ত্রী জহুরা। এতে গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোরেই অভিযুক্ত জহুরাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। ব্লেডটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০