খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সরকারের খাদ্য কর্মসূচির চাল খোলা বাজারের বিক্রির অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ব্যক্তি মালিকানাধীন একটি গোডাউনে অভিযান চালিয়ে ৬০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৯ জুন) রাতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এর আগে একই দিন সন্ধ্যায় ফতেপুর ইউনিয়নের বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট সংলগ্ন আকতার সওদাগরের দোকানে গিয়ে সাত বস্তা চাল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।
মো. রুহুল আমিন বলেন, ‘সরকারের খাদ্য কর্মসূচির চাল খোলা বাজারের বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় আকতার সওদাগরের দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকান থেকে খাদ্য অধিদফতর লেখা সাত বস্তা চাল উদ্ধার করি। অভিযানকালে দোকানী আমাদের জানিয়েছে ৪০ টাকা কেজি দরে ১০ বস্তা চাল কিনে তিনি ৪২ টাকা ধরে বিক্রি করছিলেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকার মেসার্স লোকমানিয়া স্টোরের গুদামে অভিযান চালিয়ে আরও ৬০ বস্তা চাল উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. ইউসুফ নিয়মনুযায়ী সুবিধা ভোগীদের কাছে বিক্রি না করে লোকমানিয়া স্টোর ও আক্তার সওদাগরের দোকানের কাছে চালগুলো বিক্রি করে। এই বিষয়ে জানতে চাইলে ডিলার ইউসুফের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সংযোগ কেটে দেন। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০