তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে। সফরের প্রথম ওয়ানডেতে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তামিম ইকবালের দল। মঙ্গলবার হবে সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
কিন্তু দেশের ক্রিকেটপ্রেমীদের সকল আগ্রহের কেন্দ্র এখন এই সিরিজের চেয়ে বেশি সাকিব আল হাসানের ওপর। শনিবার রাতে একটি ফেসবুক লাইভে বিষ্ফোরক সব মন্তব্য করেছেন সাকিব। যার প্রেক্ষিতে সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তি পর্যন্ত চলছে নানান আলোচনা।
এরই মধ্যে এলো নতুন খবর। সাকিব ও বোর্ড বিষয়ক যে আলোচনার কোনো সুরাহা মেলেনি এখনও, তা দোদুল্যমান অবস্থায় রেখেই দেশে ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আজ (সোমবার) বাংলাদেশ সময় রাত ২টার ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশে আসছেন সাকিব আল হাসান। খবরটি জানিয়েছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের বিমানবন্দরে অভ্যর্থনা ও ভালোমন্দ দেখভালের দায়িত্বে থাকা ওয়াসিম খান।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০