খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বাংলাদেশে নতুন করে আর কারও শরীরে করোনা শনাক্ত করা হয়নি। এছাড়া নতুন করে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা আগের মতো ৪৮ জনই আছে।
রবিবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নভেল করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।
সেব্রিনা ফ্লোরা বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষায় নতুন করে কারও শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে আক্রান্তের সংখ্যা আগের মতো ৪৮ জনই আছে। এছাড়া ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যু আগের মতোই পাঁচজন আছে।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশে প্রথম ধরা পড়ে গত ৮ মার্চ। সেদিন তিনজন প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন বলে আইইডিসিআর-এর পক্ষ থেকে জানানো হয়েছিল। এরপর আরও ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়। তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আর মারা যান পাঁচজন।
রবিবার ব্রিফিংয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ল্যাবগুলোতে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়নি। তাই নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। মৃত্যুও হয়নি।
এ সময় সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে সারা বিশ্বে ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জন আক্রান্ত হয়েছেন বলে জানান সেব্রিনা। মারা গেছেন ৩০ হাজার ৮৭৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ১৮৩ জন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০