খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে আগেই স্থগিত হয়ে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর। স্থগিত করা হয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা। এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিলেন, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাভিক না হওয়া পর্যন্ত বাংলাদেশে সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।
বৃহস্পতিবার নাজমুল হাসান পাপন বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হলে মে মাসে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং জুনে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত হতে পারে।
মার্চেই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মুজিববর্ষ উপলক্ষ্যে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুইটি বিশেষ টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত করে বিসিবি।
শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বের ক্রীড়াঙ্গনই এখন স্থবির। সব ধরনের খেলাধুলাই আপাতত স্থগিত রাখা হয়েছে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে দুই লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সাত হাজার।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০