দুৃর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের দুর্গাপুর উপজেলা শাখা একটি সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় পৌর এলাকার শালঘড়িয়ার নিগার মঞ্জিলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়েতে ইসলামী দুর্গাপুর শাখা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুর্গাপুর উপজেলা শাখার আমির সাইফুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজশাহী জেলার আমির অধ্যাপক আব্দুল খালেক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তুজা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নুরুজ্জামান লিটন, দুর্গাপুর উপজেলা জামায়েতের সেক্রেটারি শামীম উদ্দিন, সহকারি সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির অধ্যাপক ফজলুল বারী সোহরাব, শ্রমিক নেতা হাজ্বী আমজাদ হোসেনসহ সাংবাদিক বৃন্দ। সংবাদ সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওলানা আক্কাস আলী।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজশাহী জেলা আমির জানান, দেশের চলমান পরিস্থিতিতে এখনো দেশের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্তুষ্ট নয়। তিনি আরও বলেন, ভারতের আগ্রাসনের কর্মসূচির বিরুদ্ধে বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীকে সাথে নিয়ে তাদেরকে রুখে দেয়ার জন্য প্রস্তুত থাকবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে বলেন, জামায়াতে ইসলামী কোনো জোটের সাথে নির্বাচনে যাবেনা। তবে, ইসলামিক রাজনৈতিক দল গুলোর সাথে আলোচনা করে ঐক্যমতে নিয়ে এসে জোট বেধে নির্বাচনে যেতে পারে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০