বিনোদন,ডেস্ক: জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস নির্মাণ করতে যাচ্ছেন নতুন ছবি ‘প্রিয়জন প্রয়োজন’।
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস নির্মাণ করতে যাচ্ছেন নতুন ছবি ‘প্রিয়জন প্রয়োজন’। নিজের জন্মদিনে প্রযোজকের কাছ থেকে এ ছবিটি উপহার পান দেবাশীষ। এ বিষয়ে দেবাশীষ বিশ্বাস দেশ রূপান্তরকে বলেন, ‘আমার জন্মদিনেই নতুন সিনেমা উপহার পেয়েছি প্রযোজকের কাছ থেকে।’
বনানীর একটি রেস্টুরেন্টে মিডিয়ার অনেককে ডেকে এই ছবির ঘোষণা করেন তিনি। এটি একটি রোমান্টিক-কমেডি গল্প নিয়ে তৈরি হবে। নায়িকা হিসেবে থাকবেন আঁচল। নায়ক কে হবেন সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য দেবাশীষ বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবি নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অপরদিকে আঁচল কাজ করছেন ‘রাগী’ ছবিতে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০