বিনোদন,ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের রুদ্রমূর্তি দেখেছেন অনেকেই। মেজাজ চড়ে গেলে সালমান চড়াও হন, উত্তেজিত হয়ে উঠেন। কিন্তু সালমানের কোমল-স্নিগ্ধ মনোভাবের সঙ্গেও পরিচিত কেউ কেউ। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের প্রতিবেদনে জানা যায়, বলিউডের শীর্ষ তারকাদের একজন সালমান।
নাম-যশ-খ্যাতিকে সঙ্গী করে নিজেকে এরই মধ্যে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে অস্পৃশ্য করেননি নিজেকে। জনসাধারণ থেকে শুরু করে বিনোদন অঙ্গনের যে কারো সমস্যায় পাশে থাকতে জানেন তিনি।
নিজেকে জড়িয়ে রেখেছেন বেশ কিছু দাতব্য কাজে। সম্প্রতি শুটিং এর স্পট বয়দের বকেয়া পারিশ্রমিক নিজেই দিয়ে দেন সালমান। একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়,
দৈনিক পারিশ্রমিক ভিত্তিতে কাজ করা অনেক স্পট বয় কয়েকদিন যাবত প্রাপ্য টাকা পাচ্ছিলেন না। সম্প্রতি বিষয়টি সালমানের নজরে আনেন তাঁদের কয়েকজন। খুব একটা দেরি করেননি সালমান। নিজেই স্পট বয়দের অর্থ দিয়ে দেন।
সূত্রের বরাত দিয়ে আরো বলা হয়, রাম সুজন সিং নামের এক অভিনেতাকে নিচে বসে খেতে দেখেন। সালমান তৎক্ষণাৎ নিজের স্টাফদের ডেকে জানান, তিনি ওই অভিনেতার সঙ্গে খাবার খেতে চান।
পরবর্তীতে ওই অভিনেতার সঙ্গে মেঝেতে বসে খাবার ভাগ করে খান সালমান।
আগামী ঈদে ভক্ত-অনুরাগীদের জন্য রাধে ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে বড়পর্দায় হাজির হবেন সালমান। এর আগে তাঁকে ‘দাবাং থ্রি’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। এতে তাঁর বিপরীতে যথারীতি অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা।
ছবিটি ২০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। প্রভুদেবা পরিচালিত এই ছবি তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। ছবিটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করবেন কিচ্ছা সুদীপ। ‘দাবাং’-এর প্রথম ও দ্বিতীয় কিস্তি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০