"সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা" এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে রাজশাহীর দূর্গাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্লবার (৮ আগস্ট) সকালে হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ দূর্গাপুর, রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানেছা বেগম ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, আলহাজ্ব মোতালেব ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, সাজেদুর রহমান মিঠু মেয়র দূর্গাপুর পৌরসভা।
সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র, দূর্গাপুর উপজেলা পরিষদ, অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক দূর্গাপুর থানা, শামীম আহমেদ শিক্ষা অফিসার উপজেলা পরিষদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল হক দূর্গাপুর উপজেলা পরিষদ, মাহাবুবা আক্তার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নজরুল ইসলাম দারিদ্র্য বিমোচক কর্মকর্তা, রুবেল রানা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পরিষদ দূর্গাপুর, রাজশাহী।
আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আঃ রাজ্জাক, আলমগীর হোসেন সাবেক সভাপতি দূর্গাপুর উপজেলা ছাত্র লীগ, শাকিল খান সভাপতি দূর্গাপুর উপজেলা ছাত্র লীগ,সাধারণ সম্পাদক, আতিকুর রহমান রিপন দূর্গাপুর উপজেলা ছাত্র লীগ সহ দূর্গাপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন রুহুল আমিন যুব উন্নয়ন কর্মকর্তা।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০