রাজশাহীর দূর্গাপুরে আজ সকালে দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জীবনে জন্য কৃষি "শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন" এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকনুজ্জামান, উপসচিব (অধিশাখা-৬) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেছা বেগম, প্যানেল চেয়ারম্যান -১, উপজেলা পরিষদ দূর্গাপুর, রাজশাহী। আঃ মোতালেব ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, , রাজীব বণিক সিনিয়র সাইন্টিফিক অফিসার, বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদ (বিসিএসআইআর) রিফাত হোসেন সাইন্টিফিক অফিসার , বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদ (বিসিএসআইআর)
কৃষ্ণ চন্দ্র সহকারী কমিশনার ভূমি দূর্গাপুর, জাহিদুল হক মাধ্যমিক শিক্ষা অফিসার, ফাতেমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা, নজরুল ইসলাম দারিদ্র্য বিমোচক কর্মকর্তা, সাখাওয়াত হোসেন পরিসংখ্যান কর্মকর্তা, অধ্যক্ষ আঃ রব দূর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ।
এছাড়াও ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মী, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, ছাত্র ছাত্রী, সহ দূর্গাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন রুহুল আমিন যুব উন্নয়ন কর্মকর্তা। আয়োজনেঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাস্তবায়নেঃ উপজেলা প্রশাসন, দূর্গাপুর, রাজশাহী এবং বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০