নিজস্ব প্রতিবেদক :
আজ জেলা পুলিশ লাইন্স মাঠে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে রাজশাহী এলাকার অসহায় দুস্থ দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে পবিত্র ঈদ-উল -ফিতর উপলক্ষে ঈদসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর পুলিশ সুপারমো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম। এ সময় জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। মহামারি করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে সংকটময় পরিস্থিতির
সৃষ্টি হয়েছে। তাই করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি সমাজের পিছিয়ে থাকা অসহায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।এ সময় করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক সচেতনতামুলক প্রচারনাও চালানো হয়। এছাড়াও রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম উপস্থিত ছিলেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০