খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাফর ইকবাল শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে উন্নত চিকিৎসার জন্যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে।
শনিবার (০৩ মার্চ) রাতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে ড. জাফর ইকবালকে দেখে এসে সাংবাদিকদের এ কথা জানান সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, স্যার এখন শঙ্কামুক্ত। এখানে তার ক্ষতস্থানে সেলাইসহ চিকিৎসা দেওয়া হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্যে বরয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০