দুর্গাপুর প্রতিনিধিঃ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পেনশন ও অন্যান্য সুবিধা প্রদানের দাবীতে দুর্গাপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী সার্ভিস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৭২ ঘণ্টার কর্ম বিরতি শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে এই ৭২ ঘন্টার কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
কর্ম বিরতি কালে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, পৌরসভা কর্মকর্তা ও কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি উপ-সহকারী প্রকৌশলী শাহাবুল হক, দুর্গাপুর পৌরসভার সহকারি কর নিদ্ধারক ও বিভাগীয় সদস্য আকরাম আলী, দুর্গাপুর পৌরসভার হিসাব রক্ষক হাবিবুর রহমান, কার্যসহকারী রতন কুমার ঘোষ, সার্বেয়ার রাকিবুল ইসলাম, ট্রেডলাইসিন্স পরিদর্শক খায়রুল বাসার, সহকারি কর আদায়কারী নূরুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মাহাবুব আলম,কম্পিউটার অপরেটর সাইদুর রহমান, কর আদায়কারী নাসরিন আক্তার, টিকাদানকারী রাশিদা খাতুন, টিকাদানকানী পুরুষ হযরত আলী, কনজারভেশন্সী ইন্সপেক্টর সোলেমান আলী, ক্যাশিয়ার ময়েন উদ্দিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর হায়দার আলী, টেকনেশিয়ান ইসলাম আলী, রোলার চালক জহুরুল হক, ট্রাক চালক রবিউল ইসলাম (রবিন), অফিস সহকারী জনাব আলী, হাবিবুর রহমান, শরিফুল ইসলাম, প্রমূখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০