দুর্গাপুর প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষায় রাজশাহী দুর্গাপুর পৌরসভার পক্ষ থেকে সাবান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার সাবান বিতরণের জন্য সকল কর্মচারীদের হাতে এই সাবান তুলে দেন পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী শাহাবুল হক, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর হায়দার আলী, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আনছার আলী, ২ নং ওয়ার্ড কাউন্সিলর লিটন আলী,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু প্রমূখ।
পরে সেই সাবান নিয়ে কর্মচারীরা ছুটে যান পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি বাড়িতে। প্রতিটি পরিবারে বিনা মূল্যে একটি করে সাবান বিতরণ করেন তারা। এছাড়াও এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে মেয়র তোফাজ্জল হোসেন পৌরবাসীর সুরক্ষার জন্য মাস্ক,হ্যান্ড গøাবস বিতরণ ও পরিবেশ সুরক্ষায় জীবাণুনাশক স্প্রে এবং মশক নিধন অভিযান পরিচালনা করেছেন।
মেয়র তোফাজ্জল হোসেন বলেন, করোনাভাইরাসে আতষ্কিত না হয়ে সবাইকে সতর্কতা ও সচেতন হতে হবে। করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বাংলাদেশেও এসেছে। যেহেতু করোনা ভাইরাসের এখন পর্যন্ত কোনো প্রতিষেধক তৈরি হয়নি, তাই এটি প্রতিরোধে জনসচেতনার বিকল্প নেই। আমার সবাই হোমকোয়ারেন্টিন মেনে চলি,মাস্ক,হ্যান্ড গ্লাভস ও সাবান ব্যবহার করি এবং সেই সাথে সামাজিক দূরত্ব বজায় মেনে চলি।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০