দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে পুলিশ প্রশাসনের আয়োজনে সরকারী বে-সরকারী কর্মকর্তা, সূধীজন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সম্মানে ইফতার ও দোয়া মাহ্ফিলের অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুর্গাপুর থানা চত্তরে এই ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়। ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী সদর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম,সহকারি পুলিশ সুপার (ডিএসবি) রুবেল আহম্মেদ, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান
আব্দুর মোত্তালেব,মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দুর্গাপুর থানার (ওসি) আব্দুল মোতালেব, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি আমিনুল হক টুলু প্রমুখ। এছাড়াও থানার সকল স্টাফ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রেসক্লাব নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পুর্বে দেশ ও জাতীর কল্যানে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০