দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে সাড়াশি অভিযানে ১৩ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। শনিবার রাতে উজেলার বিভিন্ন এলাকায় মাদকসেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খুরশীদা বানু কনা জানান, অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল আবুল কালাম শাহিদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের তছির উদ্দিন (৪২) দেলোয়ার হোসেন (২২) বাবলু (৪৫) আবুল কালাম (৩৬), উপজেলার দাওকান্দি গ্রামের
রাসেল হোসেন (২৪) আতাহার আলী (৩২) বখতিয়ার (২৮) উপজেলার ক্ষিদ্রখলসী গ্রামের ময়নুল হোসেন (২৪) ওমর সানি (২৫) শফিকুল ইসলাম (২২) পৌর এলাকা শালঘরিয়া গ্রামের মিলন (২৫) শ্যামপুর গ্রামের কাউছার আলী (২৭) ও পারিলা গ্রামের শাহজামাল (৩৫)।
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য আইনে মামলা দায়েরপর রোববার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০