রাজশাহীর দুর্গাপুরে ১১০ বোতল ফেনসিডিল-সহ মোঃ স্বাধীন হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (৫ জানুয়ারী) রাত সোয়া ৯টায় দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ফলিয়ারবিল ব্রীজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী মোঃ স্বাধীন হোসেন (২৪), সে উপজেলার চকজয়নগর (জয়নগর) গ্রামের মোঃ লালবর রহমানের ছেলে। এ সময় অপর দুই মাদক কারবারী পালিয়ে যায়।
পলাতক আসামীরা হলো, মোঃ নবাব সরকার (৩৩), সে উপজেলার বাজুখলসী (কানপাড়া) গ্রামের মোঃ বজলু সরকারের ছেলে ও একই গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ মুকুল (৩৫)।
শনিবার ৬ (জানুয়ারী) র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পরে গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০