দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে হিরোইন ও ইয়াবাসহ ৩ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার বাজুখলসী গ্রামের বজলু সরকার পুত্র নবাব সরকার (৩০), নাজিমউদ্দিনের পুত্র সোহাগ রানা (২৮) ও ক্ষিদ্রখলসী গ্রামের বাছের আলীর পুত্র লিটন আলী (৩৫)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের বাজুখলসী গ্রামের মাদকব্যবসায়ী নবাবের বাড়ি থেকে
তাদের গ্রেপ্তার করা হয়। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাসুদ রানা ও এএসআই সারোয়ারজাহান উপজেলার বাজুখলসী গ্রামের মাদকব্যবসী নবাবের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকব্যবসায়ী নবাব, সোহাগ ও লিটনকে হিরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০