দুর্গাপুর প্রতিনিধি :
রাজশাহীর দুর্গাপুরে হিন্দু ধর্মালম্বী কিশোরী শ্রমতি সাথী কুমারী (১৫) কে অপহরণের একদিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে দুর্গাপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পুরান তাহেরপুরের বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার করে। ওই কিশোরী দুর্গাপুর উপজেলার কয়া মাজমপুর এলাকার আনন্দ কুমারের মেয়ে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা আনন্দ কুমার বাদী হয়ে দুর্গাপুর থানায় তিনজনকে আসামী করে একটি মামলা
দায়ের করেছে। দুর্গাপুর থানার ওসি তদন্ত আতিকুর জানান, ১৯ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই কিশোরীর বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়। এরপর তার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর পুলিশ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে অপহৃত কিশোরী শ্রমতি সাথী
কুমারীকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। থানায় দায়ের হওয়া মামলায় তিনজন আসামীর মধ্যে একজনের নাম টুটুল। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০