রাজশাহী দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলেজ শিক্ষার্থী হাফিজুর রহমান সোহেল (২৫)। এঘটনায় ভটভটি চালক রমজান আলীকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।
হাফিজুর রহমানের বাড়ি উপজেলার পৌর এলাকার শালঘরিয়া মধ্যপাড়া গ্রামে।
সে ওই গ্রামের বাছের আলীর ছেলে। নিহত হাফিজুর রাজশাহী কলেজের অনার্সের শিক্ষার্থী।
স্থানীয় কাউন্সিলর ছাইফুল ইসলাম জানান,শনিবার সকাল সাড়ে ১১টায় হাফিজুর রহমান উপজেলার আলীপুর বাজারে পান বিক্রি করে তার ব্যবহৃত মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে কাশিপুর নামক স্থানে দুর্গাপুর থেকে যাওয়া মুরগির খাদ্য বোঝাই একটি ভুটভুটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় হাফিজুর। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিড বোঝাই ভুটভুটি গাড়ি ও নিহতের ব্যবহৃত দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন,এ ঘটনায় ভুটভুটি গাড়ি চালক রমজান আলীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০