দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে ব্যবসায়িক কাজে বাড়ি ফেরার পথে সম্রাট হোসেন (২৪) নামের এক যুবক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি উপজেলার নওপাড়া ইউনিয়নের পুরানতাহিরপুর কাঁচারিপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে। শুক্রবার (১৭জুলাই) সন্ধ্যা ৬টার দিকে দুর্গাপুর উপজেলার সামীন্তবর্তী মোহনগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শিরা জানান, সম্রাট গামেন্টস ব্যবসায়ী ছিলেন। শুক্রবার সন্ধ্যার আগে তিনি ব্যবসায়িক কাজে হাট কানপাড়া বাজার হতে বাড়ি ফিরছিলেন।
এ সময় দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী মোহনগঞ্জ বাজারের মাদরাসা মোড়ে তার মোটরসাইকেলটি নিয়নন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পোলের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় জ্ঞাণ হারায় সম্রাট ।
পরে পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। শনিবার সকাল ১০টায় সম্রাট পারিবারিক করস্থানে দাফন করা হয়েছে।
এ বিষয়ে জানতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনার ব্যবহৃত ফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি রিসিপ করেন নি।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০