দুর্গাপুর উপজেলায় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম বাবুল হোসেন (৩৮)। তিনি দুর্গাপ্রু পৌর এলাকার দেবীপুর গ্রামের আমছের আলী ছেলে। গতকাল বুধবার বেলা ৩টার দিকে জমিতে ঘাস কাটতে গিয়ে সাপে কামড়ালে বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বাবুলের চাচা মসলেম উদ্দিন। তিনি জানান, বাবুল কৃষি কাজের পাশাপাশি গরু লালন পালন করতেন। গতকাল বুধবার সে জমিতে কৃষি কাজ
শেষে বাড়ি ফিরেন। বেলা ৩টার দিকে গরুর জন্য আবার বিলে ঘাস কাটতে যান। সেখানে তাকে সাপে কামড়ে দেয়। পরে বিভিন্ন জায়গা কবিরাজের কাছে গিয়ে বিষ নামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাকে আবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রামেক হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০