দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের শাহাজাহানের ছেলে সাকিল আহমেদ (৩৫) ও ঝালুকা ইউনিয়নের কালুপাড়া গ্রামের সমসের আলীর ছেলে আলাউদ্দিন (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে পৃথক অভিযানে উপজেলার নারিকেল বাড়িয়া গ্রাম থেকে পরোয়ানা ভুক্ত আসামি সাকিলকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি আলাউদ্দীনকে উপজেলার কালুপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
এব্যাপারে, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও সিআর মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০