দুর্গাপুর প্রতিনিধি:দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম রসুলের সাথে তরুণ নেতা এ্যাডভোকেট রায়হান কাওসার সৌজন্য সাক্ষ্যৎ করেছেন। গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে এই সৌজন্য সাক্ষ্যৎ করেন। তরুণ এই নেতার বাড়ি দুর্গাপুর উপজেলার
ঝালুকা ইউনিয়নের হাড়িয়া পাড়া গ্রামে। তিনি আগামি জাতীয় সংসদ নির্বাচনে দুর্গাপুর-পুঠিয়া আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান। তরুণ এই নেতা বর্তমানে পুঠিয়া-দুর্গাপুর নির্বাচনী এলাকায় জনসাধারণের মাঝে গণসংযোগ ও কুশোল বিনিময়ে করছেন। রায়হান কাওসার ঢাকা বিশ্ববিদ্যালয় হতে লেখা পড়া শেষ করে বর্তমানে তিনি ঢাকা বারের আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০