দুর্গাপুর প্রতিনিধি : দুর্গাপুরে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার পাকা ঘর বিতরণ পূর্বক স্থানীয় সংবাদকর্মীদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারী বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিনি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, উপজেলা প্রকল্প কর্মকর্তা বেলাল হোসাইন। এ সময় দুর্গাপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুর্গাপুর উপজেলার সরকারী ‘ক’ শ্রেণীভূক্ত জমিতে গৃহহীন ও ভূমিহীন ছিন্নমূল মানুষের জন্য আশ্রয়ন প্রকল্প-২ এর মাধ্যমে ৩২টি নান্দনিক পাঁকা ঘর ‘স্বপ্ননীড়’ তৈরী করা হয়েছে।
আগামী ২৩ জানুয়ারী শনিবার মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নির্মিত ঘরগুলো উদ্বোধন করবেন।
উদ্বোধন শেষে ওই অসহায় পরিবারের সদস্যদের মাঝে তাদের স্বপ্নের পাঁকা ঘর ‘স্বপ্ননীড়’ গুলো হস্তাস্তর করা হবে।
উপজেলায় ৫৬ লাখ টাকা ব্যায়ে ৩২ টি গৃহহীন ও ভূমিহীন ছিন্নমূল পরিবারের জন্য নান্দনিক ভাবে নির্মিত হয়েছে পাঁকা ঘর ‘স্বপ্ননীড়’।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০