দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে চেকজালিয়াতি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী শাহাদত আলী (৪৫) গ্রেপ্তার করেছে থানার পুলিশ। তিনি উপজেলার জয়নগর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আহমদ আলীর পুত্র। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা জানান, উপজেলার জয়নগর ইউনিয়নের রসুলপুর গ্রামের শাহাদত আলীর বিরুদ্ধে ৫০লাখ ৬৩হাজার ১শ ৮২টাকার মামলায় তার বিরুদ্ধে ১বছরের সাঁজা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টার দিকে থানার এসআই আব্দুল খালেক সঙ্গীয় পুলিশ নিয়ে শাহাদতের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০