রাজশাহীর দুর্গাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহরিয়ার নাফিজ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে ও আহত হয়েছে মাহফুজ(১৬) নামে অপর আরেক পরীক্ষার্থী।
বুধবার (৬ মার্চ) ৯ টার দিকে আনুলিয়া-মোহনগঞ্জ সড়কে উপজেলার আনুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার নাফিজ উপজেলার পালশা বাগিছাপাড়া এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে। আহত মাহফুজ একই এলাকার নান্টুর ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে,দুই পরীক্ষার্থী পালশা উচ্চ বিদ্যালয় থেকে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিল। তারা সকালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার উদ্দেশ্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দাওকান্দি পরীক্ষা কেন্দ্র যাচ্ছিলো পথিমধ্যে বেপরোয়া গতিতে একটি ট্রাক সামনাসামনি এসে তাদের মোটরসাইকেলকের সাথে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাফিজের। আর গুরুতর অবস্থায় মাফুজ নামে অপর এক পরীক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে রামেকে নিয়ে ভর্তি করে।
দুর্গাপুর থানার উপ পরিদর্শক নাসির হোসেন বলেন, সকালে দুইজন এসএসসি পরীক্ষার্থী মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলো পথিমধ্যে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট ২৪-৫৩৩৬) একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাফিস নামের এত পরীক্ষার্থীর ও অপর জন আহত হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, ঘটনার পর ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারকে এ ব্যাপারে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রামেকে পাঠানো হবে।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০