রাজশাহী দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় সাজ্জাদ আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনাটি ঘটেছে (২৬ ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৩ টায়। নিহত সাজ্জাদ আলী যুগিশো সরকার পাড়া গ্রামের আব্দুল হামিদ ঠান্ডু ছেলে।
যুগিশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান, মঙ্গলবার বিকেলে সাজ্জাদ আলী তার বাড়ির ইলেকট্রিক বিদ্যুৎবিল দেয়ার জন্য যুগিশো কেয়াতলা বাজারে যায়। এ সময় ওই বাজারের প্রধান সড়ক পারাপার হতে গেলে একটি তিন চাকার সিএনজি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিঁটকে পড়ে গিয়ে গুরুতর আহন হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার (ওসি) খাইরুল ইসলাম জানান, এঘটনায় দুর্গাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিএ....
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০