রাজশাহীর দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বন্যার্ঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দুর্গাপুরে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র রাসেলের ৬০তম জন্মদিনে আলোচনা সভা চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র, ভাইস চেয়ারম্যান মোতালেব মোল্লা,বানেছা বেগম,দুর্গাপুর পৌর মেয়র সাজেদুর রহমান সরকার মিঠু, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মাসূক ই মোহাম্মদ মাসুদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাহবুবা আক্তার, দুর্গাপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুল আজিজ সহ ইউপি চেয়ারম্যান বৃন্দ, সরকারী দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০