দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত শীত বস্ত্র উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের ৩ শতাধিক গরীব শীতার্ত ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আফসার আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী-৫ দুর্গাপুর-পুঠিয়া আসনের সংসদ সদস্য প্রফেসর ডা: মনসুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন জেলা
আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমউদ্দিন, দুর্গাপুর পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, দেলুয়াবাড়ী ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু, আড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০