রাজশাহী দূর্গাপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে সকালে গগনবাড়ীয়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, বিএনপির ও অঙ্গসংগঠন এবং শহীদ পরিবারের সদস্যসহ অন্যরা।
শনিবার (১৪ ডিসেম্বর) শ্রদ্ধাঞ্জলি অর্পণের পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, দূর্গাপুর থানার ওসি দুরুল হোদা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আনিসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জোবায়েদ হোসেন, সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল প্রমুখ ।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০