দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : "দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ-প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্গাপুরে যুব দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল যুব র্যালি,আলোচনা সভা, সনদপত্র, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ উদ্বোধন। শুক্রবার (১ লা নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয় ।
র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় যুব উন্নয়ন কর্মকর্তা লিনা ইয়াসমিনের সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন ।
অন্যদের মধ্যে উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, সাবিনা ইয়াসমিন, যুব পুরস্কারপ্রাপ্ত আব্দুর রহিম,যুব সংগঠক মরিয়ম প্রমুখ বক্তব্য রাখেন।
পরে সনদপত্র ও চেক বিতরণ করা হয়।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০