রাজশাহীর দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পাক-হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে
মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধকালীন সময়ের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আ.ন.ম নুরুল আলম হিরো মাস্টার ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, একেএম শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আজাহার আলী, সাহাদাত হোসেন সহ বীর মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সদস্য বৃন্দ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০