রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রোববার ১৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মহসিন মৃধার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৫ আসনের সাংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ মুনসুর রহমান।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মহসিন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মোছাঃ বানেছা বেগম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মোঃ মোতালেব হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান, অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুর ৭ ই মার্চ ভাষনের প্রতিযোগিতাদের পুরস্কার বিতরণ, খেলাধুলা সামগ্রী বিতরন,সেলাই মেশিন স্কুল বেঞ্চ, এবং যুব ঋন প্রকল্পের চেক বিতরন করা হয়।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০