দুর্গাপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্যাপন উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগষ্ট শনিবার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুম কায়েস। উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী মিজানুর রহমান, শাহরিয়ার মামুন। স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম রবি, মোবারক হোসেন শিশির, এসএম আমিনুল ইসলাম, গোলাম রসুল, এসএম শাহজামাল, আব্দুল খালেক, ফরিদ আহমেদ আবির, মশিউর রহমান প্রমুখ।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০