রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষাবৃত্তি দিল বেসরকারী সংস্থা শ্যামলিমা কল্যাণীয় ফাউন্ডেশন।
বুধবার উপজেলার রাতুগ্রামে শ্যামলিমা কল্যাণীয় ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে শতাধিক গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ইদ সামগ্রী তুলে দেওয়া হয়। কলেজ পড়ুয়া শিক্ষার্থী সুমাইয়া সেঁজুতির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা সাবেক রেজিস্টার আলহাজ্ব আবদুর রউফ সরকার।
এতে প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা।
বিশেষ অতিথি ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জুলফিকার মাহমুদ, পাবনা এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, নওপাড়া কলেজের সহকারী অধ্যাপক প্রদ্যুৎ কুমার সরকার, রাতুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবির আলী, বখতিয়াপুর কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক কবীর সরকার, দুর্গাপুর সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক মিজান মাহী, সিনিয়র সহ-সভাপতি এসএম আমিনুল ইসলাম প্রমুখ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০