করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা তৈরি ও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থান নিয়েছে রাজশাহীর দুর্গাপুর থানার পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে দুর্গাপুর বাজারে মাস্ক না পরায় রোদে বসিয়ে কয়েকজনকে শাস্তি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে দুর্গাপুর সদর বাজারের বিভিন্ন মোড় এলাকায় যাদের মাস্ক ছাড়া দেখা গেছে তাদের মাস্ক পরিয়ে কিছুক্ষণ তপ্ত রোদে বসিয়ে শাস্তি দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাস্ক বিতরণ কর্মসূচি পালনের সময় মাস্কহীন প্রায় ১৫ জনকে এ শাস্তির আওতায় আনে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকমর্তা (ওসি) হাশমত আলী বলেন, ‘স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাস্ক ছাড়া বের হওয়ায় পথচারীদের মাস্ক পরিয়ে রাস্তায় ১০ মিনিট বসিয়ে রেখে সাময়িক শাস্তি দেয়া হয়েছে। মূলত এই শাস্তির মূল উদ্দেশ্য সচেতনতা তৈরি।’
তিনি বলেন, ‘আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের শাস্তি থেকে লজ্জিত হয়ে সাধারণ মানুষ শিক্ষা নেবেন ও নিয়মিত স্বাস্থ্যবিধি মানবেন বলে আশা করছি।’
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০