দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর উপজেলার বর্ন্ধনপুর মোড়ে একটি মার্কেটে আগুন লেগে চারটি দোকান পুড়ে প্রায় ১২ লাখ টাকার মালামাল ভষ্মীভুত হয়েছে। মঙ্গলবার দুপুরে দেড়টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে দুর্গাপুর উপজেলার দমকল বাহিনী প্রায় ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা ব্যবসায়ীরা জানান, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বর্দ্ধনপুর মোড়ে প্রথমে জামাল ফার্মেসীতে আগুন লাগে। এর পরে সেখান থেকে পাশের মুদি দোকান ছালামের দোকান ঘরে আগুন লেগে পর্যায় ক্রমে হামিদের টেলিকম দোকান ও আবুল কালামের কসমেটিক্স দোকান ঘরে আগুন ধরে যায়।
পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে থাকে। এক পর্যায়ে দুর্গাপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে জামালের কসমেটিক্স দোকান হতে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে। এর পরে সাবার দোকান ঘরে আগুর লেগে যায়। তবে আমারা সময়মত ঘটনাস্থলে পৌঁছানোর ফলে ক্ষতির পরিমানটা অনেকটাই কম হয়েছে। দুর্গাপুর বাজার সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব বলেন,বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুন লাগা এটি এটি দুঃখজনক বিষয়। তবে ব্যবসায়ীদের সবসময় সাবধাণ থাকতে হবে। প্রতিষ্ঠান বন্ধ করার আগে বৈদ্যুতিক মেন সুইচ অবশ্যই বন্ধ করতে হবে। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাড়ানোর প্রতিশ্রতি দেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০