দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরের নামোদুরখালী গ্রামে মসজিদের ফ্যান চুরির অভিযোগে মেহেদী হাসান বাঁধন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। মেহেদী ওই গ্রামের আতাউর রহমানের পুত্র। সোমবার থানায় মামলা দায়েরর পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা বলেন, শনিবার দিবাগত রাতে উপজেলার নামোদুর খালী গ্রামের উত্তরপাড়া জামে মসজিদের গেট কেটে ৪টি সিলিং ফ্যান চুরি করে। পরে রোববার রাত ১০টার দিকে এলাকাবাসীর সহযোগিতা একই এলাকার মেহেদীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে হারিয়ে যাওয়া মসজিদের ৪টি সিলিং ফ্যানসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরো বলেন, তার বিরুদ্ধে থানায় মামলা দায়েররপর সোমবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০