দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহী দুর্গাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিনটি দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন মৃধার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুর্গাপুর সিংগা বাজার এলাকার তিনটি মিষ্টির দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুর থেকে শুরু করা এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় খোলা খাবার রাখার দায়ে মাহাফুজ, রিপন ও মেরাজ সরকারকে সর্থকতা মূলক প্রত্যেকের কাছ থেকে ১হাজার টাকা করে জরিমানা করেন ভ্রামমান আদালত।
এসময় বাজারে লবন ও পিঁয়াজের অতিরিক্ত দামে বিক্রির বিষয়ে মনিটরিং করারেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী কতৃক উপজেলার পালি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে মেয়াদোত্তীর্ণ ওষধ রাখার অপরাধে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তারা হলেন ক্রীটনাশক ব্যবসায়ী নাজিমকে ১২হাজার আব্দুস ছালামের ৩হাজার ও ব্যবসায়ী শাহীনকে ৫হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর পরিচালক অপর্ব অধিকারী।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০