ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যে দুর্গাপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।
সোমবার (২৩মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা খাতুন, প্রকৌশলী সানোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, পরিসংখ্যান কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা ভূমি অফিসের কানুনগো নিশাত কুমার, নাজির মোহাম্মাদ মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষে উপজেলার প্রত্যেকটা ভূমি অফিস আধুনিকায়নে ল্যাপটপ ও প্রিন্টার তুলে দেন প্রধান অতিথি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০