দুর্গাপুর প্রতিনিধি: রোববার রাত ৮টা। কনকনে শীত উপেক্ষা করে উপজেলা সদর হতে ১৫কিলোমিটার দুরে ভূমিহীন আবাসন প্রকল্পে বসাবসরত অসহায় দরিদ্র শীর্তাতদের কাছে ছুটে গেলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন সরকার। বিতরণ করলেন উপজেলার জয়নগর ইউনিয়নের নারিকেল বাড়িয়া (ভূমিহীন) আবাসন প্রকল্পের ৫০টি পরিবারের মাঝে শীতের কম্বল। কনকনে শীত উপেক্ষা করে (ইউএনও’র) হাত থেকে কম্বল পেয়ে মহাখুশি আবাসন প্রকল্পে বসাবসরত নারী ও পূরুষরা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমসের আলী, ইউপি সদস্য মোকলেছুর রহমান, বাবর আলী, নারিকেল বাড়িয়া ভূমিহীন আবাসন সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক রহিদুল হক, দুর্গাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মিজান মাহী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম আমিনুল ইসলাম প্রমুখ।
খবর২৪ঘণ্টা/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০