দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে জেসমিন নামের এক নববধূর হাতের মেহেদীর রঙ না শুকাতেই বিয়ের চার দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত ১টার দিকে উপজেলার পলাশবাড়ি গ্রামে। তবে তিনি কি কারনে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। আত্মহত্যার ঘটনার পর থেকেই জেনমিনের স্বামীসহ শ্বশুরবাড়ির সকল সদস্যরা পালাতক রয়েছে। জেসমিন দুর্গাপুর উপজেলার কানপাড়া জোবেদা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। যদিও অনেকে মনে করছেন প্রেমের সম্পর্ক, যৌতুক অথবা পারিবারিক কলহের জেরে জেসমিনের এই আত্মহত্যার ঘটনার একটি করন হিসেবে দাড়াতে পারে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধ্যার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। গ্রামবাসী সুত্রে জানাগেছে, গত ৭ মার্চ বেশ ঘটা করে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন এলাকার খিদ্রকলসী গ্রামের আজিবর রহমানের মেয়ে জেসমিন আরা (১৯)এর সাথে একই উপজেলার পলাশবাড়ি গ্রামের লিয়াকত আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৫)এর সাথে বিয়ে হয়। বিয়ের ৪ দিনের মাথায় নববধূ জেসমিন আরা রবিবার রাত ১টার দিকে সবার অজান্তে গলায় অঁড়না পেঁচিয়ে সিলিংক ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে গতকাল সোমবার সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধ্যার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টটি হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে তবে এঘটনায় একটি ইউডি মামলা গ্রহণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০