দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে বিএনপি’র কর্মিসভা থেকে ৭কর্মিকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার দেবীপুর গ্রামের রানা (৩৮), জাহিদ হাসান (৩৩), রঘুনাথপুর গ্রামের খবির উদ্দিন আহম্মেদ (৪৮), বরিদবাশাইল গ্রামের রফিকুল ইসলাম, মাসুম (৩৪) ও জয়কৃঞ্চপুর গ্রামের আব্দুর রহিম। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা
বলেন, রাজশাহীতে বিএনপি’র মহাসমাবেশ উপলক্ষে শনিবার বিকেলে দুর্গাপুর সদরে উপজেলা বিএনপি’র কর্মি সভা শুরু হয়। এ সময় বিএনপি’র কিছু কর্মি হট্রগোল করার চেষ্টা করলে থানার পুলিশ তাদের আটক করে। ওসি আরও জানান, আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় কোন মামলা না থাকায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০