দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। রোববার সকালে জাতীয় সঙ্গীত ও দলীয় পতাকা উত্তোলণ করেন নেতাকর্মিরা। এরপর দুর্গাপুর সদরবাজারে মোল্লা সুপার মার্কেটের দ্বিতীয়তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহব্বয়ক কমিটির সদস্য ও দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মুন্টু। এসময় দুর্গাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জুর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আজাদ রেজাউল করিম রেজা, সহ-সম্পাদক আজিজ
মন্ডল, সদস্য রবিউল ইসলাম রবিন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি হাসানুজ্জামান লাল্টু, উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, জুবায়ের হোসেন, সিনিয়র সহসম্পাদক মোস্তাক আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক হাতেম আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, সিনিয়র যুগ্ন সম্পাদক মাসুদ রানা মানুম,উপজেলা যুবদলের সভাপতি নাহিদুল হক বিদয়, সিনিয়র সহসভাপতি খোদা বাক্স, সহসভাপতি ওমর ফারুক, পৌর যুবদলের সভাপতি আরমান আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক আলেক আলী, পৌর সভাপতি মোহাইমেনুল হক রেন্টু, প্রমুখ।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০