দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে শিলা খাতুন (১৪) নামের এক মাদরাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে প্রসাশন। তিনি দুর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামের আলাউদ্দিনের মেয়ে। বুধবার বাল্যবিয়ের প্রস্তুতিকালে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। পরে কনের পিতার ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড করা হয়।দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা জানান, বুধবার বিকেলে দুর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামের মাদরাসা পড়–য়া ছাত্রী শিলার বাল্যবিয়ের প্রস্তুতি
চলছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার দুর্গাপুর পৌর এরাকার বহরমপুর গ্রামের আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে মাদরাসা ছাত্রী শিলার বাল্যবিয়ে বন্ধ করে দেয়। এ সময় কনের পিতা আলাউদ্দিনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের পিতাকে ১০হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০