দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দুর্গাপুরে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
একইসঙ্গে জেলা উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৩১ বার তোপধ্বনি, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহসিন মৃধার নেতৃত্বে ,উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ পুষ্পস্তবক অর্পণ করা হয় ও উপজেলা মুক্তিযযোদ্ধা কমান্ড ইউনিটি,দুর্গাপুর থানা, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর পৌরসভা,বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সমূহ,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও অন্যন্য ক্লাব সংগঠন সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০