রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট শুরুতে ২নং কিশমত গণকৈড় ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও এ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি প্রদান করেন।
পরে ওই মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং কিশমত গণকৈড় ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এসএম সাইফুল ইসলাম। ওই ওয়ার্ডের সদস্য আজম আলী, মহিলা সদস্য সাবিনা ইয়াসমিন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আফসার আলী ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০