রাজশাহীর দুর্গাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬ ফেব্রুয়ারি) প্রাণিসম্পদ ও ডেইরী প্রকল্প (এলডিডিপি)এর সহযোগিতায় ও দুর্গাপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে দুর্গাপুর উপজেলা চত্বরে সকালে এই প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ উদ্বোধন করা হয়।
বিকেলে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ আব্দুল কাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আবু আনাছ-এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, উপজেলা মৎস্য কর্মকতা ইমরুল কয়েশ, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুবিনা খাতুন, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম (শফি),দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রব, দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আলী প্রমূখ।
প্রাণিসম্পদ প্রদর্শনীর মেলার অংশ নেয়া ৩২টি স্টল প্রদর্শন করেন অতিথিবৃন্দ এবং অশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০