রাজশাহীর দুর্গাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা। এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আব্দুল কাদির। অনুষ্ঠানে উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আবু আনাছ-এর পরিচালনায় বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবদুল মোতালেব,মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানের তিনটি ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০